Homeগুরুত্বপূর্ণনাটোরে কঠোর লকডাউন এখন শুধু নামেই, নেই সচেতনতা

নাটোরে কঠোর লকডাউন এখন শুধু নামেই, নেই সচেতনতা

নাটোরে কঠোর লকডাউন এখন শুধু নামেই, নেই সচেতনতা, অসহায় সবাই, কোথায় চলেছি আমরা..???

নাটোরে আজ করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হলেও একেবারেই ঢিলেঢালা ভাবে চলছে কঠোর লকডাউনের ১২তম দিন। আজ মঙ্গলবার সকাল থেকেই স্বাভাবিক সময়ের মত সড়কে চলাচল করতে দেখা গেছে রিক্সা, অটোরিক্সা, মাইক্রোবাস, ট্যাক্সি ও ভ্যানসহ ছোট ছোট যানবাহন। অপ্রয়োজনে অনেক মানুষ রাস্তায় এবং বাজারে চলাফেরা করছে।

আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে উপস্থিত থাকলেও মানছে না কেউ। অনেকেই রাস্তাঘাটে ও কাঁচাবাজারে মাস্কবিহীন চলাফেরা করছে। স্বাস্থ্যবিধি মানার কোন ইচ্ছাই কারো মধ্যে দেখা যাচ্ছে না।

তবে বাস সহ বড় যানবাহন চলাচল করতে দেখা যায়নি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচাবাজার ছাড়া অন্যান্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দৃশ্যত বন্ধ থাকতে দেখা গেলে।ো বন্ধ নেই। প্রতিটি দোকানের সামনেই রয়েছে দোকানের মালিক-কর্মচারী, প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে দোকানের দরজা বা সাটার খুলে দেওয়া হচ্ছে মালামাল। এছাড়া নির্মান সামগ্রীর দোকানপাটে অবাধে বিক্রি হচ্ছে। মানুষের জীবন ও জীবিকার কারনে বাধ্য হচ্ছে এসব করতে বলে মনে করছেন সচেতন সমাজ।

কিভাবে সমন্বয় সাধন হবে বা যাবে সে বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি কোন পক্ষেরই। নামপ্রকাশে অনিচ্ছুক অনেক সরকারী কর্মকাই এমন পরিস্থিতিতে অসহায়ত্ব প্রকাশ করেছেন। একদিনে আইনের প্রোয়োগ অপরদিকে অসহায় সাধারণ মানুষের অবস্থা সব মিলিয়ে এক অসহনিয় পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের সমাজ। কোন পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য কে জানে…???

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments