Homeআইন আদালতনাটোরে সিসিটিভি ফুটেজ দেখে চুরি যাওয়া টাকা সহ চোর আটক

নাটোরে সিসিটিভি ফুটেজ দেখে চুরি যাওয়া টাকা সহ চোর আটক

নাটোর নিউজ: নাটোরে সিসিটিভি ফুটেজের সহায়তায় চুরি যাওয়া টাকা সহ চোরকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় হতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ মে দুপুর সাড়ে বারোটার দিকে বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে আব্দুর রাজ্জাক নাটোর শহরের কানাইখালী এলাকায় অবস্থিত একটি বেসরকারি ব্যাংক থেকে দশ লাখ টাকা উত্তোলন করেন।

টাকা উত্তোলনের পর তিনি একটি ব্যাগে করে মোটরসাইকেলের সঙ্গে বেঁধে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরইমধ্যে অভিনব কায়দায় মোটরসাইকেলের সঙ্গে থাকা ওই টাকার ব্যাগটি চুরি হয়ে যায়। পরে আব্দুর রাজ্জাক বাদী হয়ে নাটোর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি ডায়েরি করেন।

ডাইরির সূত্র ধরে পুলিশ সিসিটিভি পরীক্ষা করে চোরকে শনাক্ত করেন। পরে শনিবার রাত পৌনে দুইটার দিকে দিঘাপতিয়া ঘোষপাড়া এলাকার রজব আলীর ছেলে রাজীবকে(২৯) চুরি যাওয়া ৬ লক্ষ ৪০ হাজার টাকাসহ আটক করে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাকি টাকা সহ অন্যান্য চোরদের আটকে অভিযান চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments