Homeজেলাজুড়েনাটোরের গরিব অসহায় মানুষের পাশে সাবেক খেলোয়াড়রা

নাটোরের গরিব অসহায় মানুষের পাশে সাবেক খেলোয়াড়রা

স্টাফ রিপোর্টার নাটোর নিউজ : করোনাকালীন এই দুঃসময়ে অসহায ও দরিদ্রদের দুঃখে নাটোরের প্রাক্তন ফুটবলাররা এগিয়ে এসেছেন। বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। কোন উদ্দেশ্য নয় মানবিকতা আর হৃদয়ের টানে তারা সাধারন খেটে খাওয়া অসহায় মানুষদের একবার আহার জুটিয়ে যাচ্ছেন।

প্রতিদিন প্রায় ১০০০ মানুষকে তারা এই খাবার বিতরণ করছেন। নাটোরের জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা উদ্যোগে নাটোরের ঐতিহ্যবাহী কাচারি মাঠের এক প্রান্তে চলছে রান্নাবান্না, অন্য পাশে চলছে খাবার প্যাকেটের কাজ।

জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা জানান, করোনা কালীন এইসময়ে খুব কাছ থেকে দেখেছেন অসহায়,গরিব দিনএনে দিন খাওয়া মানুষের কষ্ট । কিভাবে তারা অনাহারে অর্ধ্যাহারে থাকে । তাইতো বিবেকের দায়বদ্ধতা থেকেই তাদের সাবেক ফুটবলারদের সঙ্গে নিয়ে এই অসহায় মানুষদের একবেলা খাওয়ানোর ব্যবস্থা করছেন। যাতে করে কোন মানুষ না খেয়ে থাকেন ।চালিয়ে যাবেন যতদিন লকডাউন না ওঠে, মানুষের দুর্ভোগ দূর না হয়।

এদিকে খাবার পেয়ে খুশি সাধারণ মানুষেরা। সুন্দর ভাবে নিচ্ছেন খাবার। করছেন এই সমস্ত খেলোয়াড়দের প্রাণভরে দোয়া ও আশীর্বাদ।

সুধী সমাজের প্রতিনিধিরা বলছেন শুধু খেলোয়াড় নয় সমাজের প্রতিটি স্তরের মানুষেরাই যদি সহায়তার হাত বাড়িয়ে দিতেন তাহলে দুর্যোগ মোকাবেলা আমাদের সবার জন্য আরো সহজ হতো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments