উজানের খেয়া
শেখ রিপন
আবারও আসবে ঝড়, বয়েছে হাওয়া
উত্তল সাগরের গর্জন, ঢেউয়ে মাতোয়ারা
ভাটিতে মাঝি পানসীতে সোয়ার, উজানের খেয়ায় ।
কেবা কারা তুলছে হাক, বাঁচিতে মাতম
বড়ই ছোট্ট ডিঙি, লকলকে মাঝি ক’জন
বেসামাল বেমালুম হাল মাস্তুল, যুদ্ধাদি বেহুঁশ ।
দুলছে আঘাতের ঝংকারে, ভাঙ্গা অস্ত্রাদি
বেঁচে থাকার শুধুই প্রায়শ, বিবস্ত্র বিবেক নদী
সাঁতার জেনেও নির্বোধ, বিকলাঙ্ককো সমাজবাদী।
মধ্য সাগরের নিশানা বুরুজ, সলতার কুপি
মস্ত ঢেউয়ে করে নাচানাচি, ক্ষীন দৃষ্টি মাঝি
নিরুপায় শোষণী জনতা, ভূমধ্যসাগরে আজি ।
স্বপ্ন বিলাস
শেখ রিপন
যদিও লক্ষ যোজন দূর,তোমা হতে…
তবুও রয়েছো দৃষ্টি রেখায়,সীমাবদ্ধ যৌননে
ঠিক যেমনটা ভৌগলিক বিপর্যয়, উঁচু নিচু
পাথর পর্বত গুহা জঙ্গল, জল স্থাল…
বৈভব বিপন্ন সৌখ্য অস্থিতের,বাম পাঁজরে।
কৌলীন্য বংশ বিস্তর হৃদয়, অরণ্য পথে…
দিকস্থ লতা পাতার প্রজনে,পূস্প দিশেহারা
যেমনটা বৃক্ষের উড়ন্ত শিকড়, ছু্ঁয়েছে মাটি
তেমনি ঝর্ণাও বয়েছে অবিচল, সাগরের বুকে
আমার এপথ হয়তো একদিন, সমাপ্তি ছোঁয়বে…
রাত দিনের মত উদয়ন, চন্দ্র সূর্য্য…।
যান্ত্রিক যাঁতাকলে পিষ্ট জীবন, ধোঁয়াটে স্বপ্ন…
অতিষ্ঠ অগ্নির লালিচা লাভা, তবুও অন্ধকার
রুপালী পর্দাই ঘোলাটে দৃষ্টিপট, আলোর প্রতিফলন
আচমকা স্বল্প দৈর্ঘ্যের প্রমান্যচিত্র, পিপাসিত আক্ষেপ
উড়ন্ত পাখির আকাশ ছোঁয়া, স্বপ্ন বিলাস… ।