Homeসাহিত্যকাজী আতীক এর একগুচ্ছ কবিতা

কাজী আতীক এর একগুচ্ছ কবিতা

দুরূহ দূর্বহ যাত্রা/
কাজী আতীক
প্রিয় সান্নিদ্ধ ছেড়ে হোকনা সে প্রিয় স্বগৃহ অভিমুখে
যেনো নীহারিকা সুদুরের পাড়ি
এক অন্তহীন দুরূহ দূর্বহ যাত্রার মতো
তুলনা কেবল- যে অপেক্ষা মৃত্যু যন্ত্রনার সামিল,
সময় কাঁটার মতো বিঁধে বিষে বিষে নীল
এক যন্ত্রনা কেবল-
যেমন নিযুত মৌমাছি যদি এক যোগে এক সাথে ফুটায় হুল।
বস্তুত এভাবেই- প্রিয়তম নিঃশ্বাস চুর্ন হয় অপ্রিয় প্রয়োজনে।
(কিশোরগঞ্জ, ২৪, জুলাই ২০২১)
ভিন্ন আবর্ত/
কাজী আতীক।
গল্পের শেষ-
তবু কাহিনির রেষ অনুভবে অবশেষ,
এখনো তীব্র খর তাপে দগ্ধ হয় হৃদয়,
যেমন কেটে গেছে হাজার কোটি বছর
তবু আজো এক তোলপাড় দহন
ভূ-অভ্যন্তরের উত্তপ্ত লাভার উদ্গিরণ-
অশ্রু আগুন যেনো পৃথিবীর চোখে।
গল্পের শুরু,
তবু কাহিনী শূন্যতা অবশেষ অনুভবে।
(নিউ ইয়র্ক, ১২ জুলাই ২০২১)
সুর্যের স্পর্শ বাঁচিয়ে রোদ /
কাজী আতীক
একটু কেবল স্থিরতা চেয়েছিলাম, যেমন যতিচ্ছেদ বিরতি,
তবে বৃন্ত থেকে ফুলের বিচ্যুতি যেমন- তেমন বিভক্তি চাই নি।
চেয়েছিলাম শুধুই- বিপুল অস্থিরতা থেকে খানিক প্রশস্তি।
যেমন সুর্যের স্পর্শ বাঁচিয়ে রোদ আড়াল করা মেঘখন্ডের ছায়া
চেয়েছিলাম একটু বিরাম- সামান্য জিরিয়ে নেবার খানিক স্বস্তি।
এভাবে তুমিও হতে পারতে কেবল সাময়িক বিরহের অপেক্ষা-
অন্তহীন বিভাজনজনিত প্রতীক্ষা স্পষ্ট হউক চাইনি কখোনো।
স্থবির কুঞ্জবন অভিমানি রাই কখোনো আর ফিরে আসে না।
(নিউ ইয়র্ক, ৬ জুলাই, ২০১৪)
ছোঁয়ে আছি/
কাজী আতীক
ছোঁয়ে আছি জন্ম, জন্ম থেকে
ছোঁয়ে আছি জীবন, জীবন পথে
ছোঁয়ে আছি সময়, সময় প্রবাহে
ছোঁয়ে আছি স্বপ্ন, যুগপৎ সুখদ ও বিষাদে।
,
শকুনি পাখার বিরূপ ছায়ায় ঢেকে আছে আকাশ,
ময়ূরী সময় মেলেনা প্যাখম তাই যেনো আর-
আনন্দ শুভ-র অপেক্ষা কেবল যেনো,
অপেক্ষা- অধির যেমন দয়িতা সান্নিধ্যে যাবার।
স্বপ্নের মতো পরাবাস্তব বিভ্রান্তি নয় কোনো.
ছোঁয়ে আছি বাস্তব মনের প্রতিচ্ছায়া স্বপ্ন,
ছোঁয়ে আছি নিঃশ্বাস স্বদেশ পৃথিবী তোমায়,
ছোঁয়ে আছি আরাধ্য যে তুমি হৃদয়ে আমার।
(নিউ ইয়র্ক, ১৪ নভেম্বর, ২০১৪)
সংশোধিত ২৭ জুন’২০১৭
অন্ধকার এবং আমি/কাজী আতীক
বাতিগুলো নিভিয়ে দিয়ে অন্ধকার নিবিড় নিকষ যখোন,
অদৃশ্য অবয়ব, অনুমানে সেলফিটা নিলাম
সেলফোনের নিজস্ব আলো চিরে চিরে আঁধারের কালো
আঁধারেরই ক্যানভাসে অদ্ভুত এঁকে নিলো আমাকে।
আচমকা উন্মোচিত হয় বোধ, পূর্ণ হয় উপলব্ধি অমোঘ,
নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর অতি ক্ষুদ্র সেলফোনের আলো
যদি খোঁজে পায় আমকে নিখুত,- তাহলে তিনি?
সব আলোর উৎস যিনি, আল হা’ইয়্যুল ক্বা’ইয়্যুম,
আলো আঁধারের স্রষ্টা যিনি, সদা জাগ্রত, চির চক্ষুষ্মান
নিশ্চয়ই তিনি সর্বদা সর্বাবস্থায়ই- আমাকে দেখতে পান।
অতএব আমার যতো পাপ, আমি লুকবো কিভাবে।
ভরসা কেবল- ওয়ালা ইয়াগফিরুজ জুনূবা ইল্লা আনতা।
ফাগফির লী মাগফিরাতান। ফাগফির লী মাগফিরাতান।
কাজী আতীক,
নিউ ইয়র্ক ২০ জুন, ‘২০২১
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments