সাগর কন্যার ঝিনুক সাজ
রত্না চক্রবর্তী
সাগর বুকে ঝিনুক থাকে
বেলাভূমি তাকে ডাকে,
নানা রঙের নক্সা কাটা
সাগর প্রজাপতির পাখা
কোনো এক চাঁদনি রাতে
সাগর কন্যা খেলায় মাতে
ঝিনুক সাজে অঙ্গ ভরে
জ্যোৎস্না মেখে খেলা করে
ঢেউয়ের ভেলায় হুটোপুটি
বালুকা বেলায় লুটোপুটি
ঝিনুকও হাসে ঝিলিক হাসি
সুঠাম তনু রূপের রাশি।
রাতের শেষে ভোর আসে
মোহময়ী খেলার শেষে,
কন্যা ফেরে সাগর কোলে
উদাসিনী ঝিনুক ভোলে
তীরে রয় সুক্তিকণা
অশ্রু জমে মুক্তদানা।।