Homeজেলাজুড়েবাগাতিপাড়ায় বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে ছেলের আত্মহত্যা

বাগাতিপাড়ায় বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে ছেলের আত্মহত্যা

বাগাতিপাড়া, নাটোর নিউজ: নাটোরের বাগাতিপাড়ায় বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে ঘাষ মারা কীটনাশক পানে ছেলে বাঁধন মন্ডল (১৭) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। মৃত বাঁধন উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের শিক্ষক সাহাবুদ্দিন মন্ডলের ছোট ছেলে।

মৃতের চাচা ইউপি সদস্য আশরাফ আলী জানান, দুই ভাই ও তিন বোনের ছোট বাঁধন অষ্টম শ্রেণীর ছাত্র অবস্থায় পড়ালেখা বন্ধ করে দেয়। এরপর মাথায় বড় বড় চুল রেখে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। সম্প্রতি তার প্যারালাইসিস হয়ে অসুস্থ বাবা অবসরকালীন টাকা পেয়ে বড় ছেলেকে একটি ল্যাপটপ কিনে দেন। সে খবর জেনে বাঁধন তার বাবার কাছ থেকে তিন হাজার টাকা দাবি করেন। কিন্তু বাবা তার ছেলেকে ওই টাকা দেননি। বাবার কাছ থেকে টাকা না পেয়ে শনিবার বেলা ১১ টার দিকে বাঁধন ঘাস মারা কীটনাশক পান করে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments