জাহিদুল মাসুদের কবিতা
মনে থাকা
কিভাবে মনে আসে
রঙ ধরে
কিভাবে থেকে যায়?
ভিতরে ঢুকে যায়?
নাকি মনের দেয়ালে লেগে থাকে
পোশাকের গায়ে লাগা দাগের মতো?
পিপুল বাড়িয়া মনে আছে
প্রাইমারি স্কুল,
হরিণা বাগবাটী স্কুল- মনে আছে
বিউটি সিনেমা হল,
বেদের মেয়ে জ্যোৎস্না- মনে আছে
চৌগ্রাম, রাজবাড়ি, পুকুর পাড়ের সান্ধ্য আড্ডা, হাফিজ, রফিক,সজল- মনে আছে।
যা কিছু মনে থাকে নি
তারা কি স্ব ইচ্ছায় চলে গেছে?
নাকি তাদের তাড়িয়ে দিয়েছে মন?
এই যে তুমি মনে আছো
বারবার তাড়িয়ে দেবার পরও আছো
কেন আছো?