Homeসাহিত্যশব্দ - দেবব্রত সুবীর এর কবিতা

শব্দ – দেবব্রত সুবীর এর কবিতা

শব্দ – দেবব্রত সুবীর এর কবিতা

জীবন কি বলেন তো?
অল্প কয়েকটা শব্দই তো।
বরাদ্দকৃত কিছু শব্দের ভেতরে
জীবন হামাগুড়ি দিতে দিতেই
শেষ রেখা পেরিয়ে যায়।

সবচেয়ে প্রিয় শব্দ, মা, বাবা, ছেড়ে গেল
আমরা এতিম হয়ে গেলাম।
চাকরী চলে গেল আমরা বেকার হলাম।
বেকার ও তো আকার একটা।

জীবনে সবচেয়ে জটিল যে শব্দের সাথে পরিচয় হলো
তা হলো “সংসার ”
কেমন যেন সঙ সেজে নাচানাচি করতে থাকলাম।
প্রতিটা সম্পর্কের বোঝা জীবনের গাড়ীতে
তুলতে তুলতে জীবন বড্ড ভারী হয়ে যাচ্ছে।

সমাজ, ক্ষুধা, দায়িত্ব, এক একটা পাহাড় সম শব্দ
এসব পাহাড়ের নিচে চাপা পড়তে পড়তে
আমারা কেউ অন্ধ,
কেউ বধির,
কেউবা নির্বাক হয়ে গেলাম।

প্রেম, প্রিয়তমা, সন্তান
আমাদের বাঁচার প্রেরণা যোগাতে চাইলো।
শব্দের যুদ্ধরা শুধুই আগুন জ্বাললো
আমরা পুড়তে থাকলাম।
আমরা পুড়তে থাকলাম।

যোগ আর বিয়োগের প্রতিশ্রুতির
মাঝে দাঁডিয়ে রশি টানা টানি করতে থাকলাম।

আপন পর, শব্দের মধ্য আমরা যা শিখলাম
তা শুধুই গিরগিটির মতো শুধুই রং
পরিবর্তনের মধ্য দিয়ে
স্বার্থপরতার শেষ পেরেক হয়ে কফিনে বিধলো।

টাকা কি এক আশ্চর্যজনক শব্দ
যা কখনো আনন্দ আর।
ফাঁসীর দড়ি নিয়ে
জীবনের পিছু তাড়া করলো।
আর আমাদের জীবন
“মৃত্যু” নামক একটা শব্দের কাছে আত্নসমর্পন করে
বেঁচে গেল।

শব্দ

দেবব্রত সুবীর

১৫/ ০৭/ ২১

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments