নাটোর নিউজ: বাংলা একাডেমির মহাপরিচালক হলেন একজন কবি। অভিনন্দন কবি মুহম্মদ নূরুল হুদা। বাংলা একাডেমি পেল একজন যোগ্য প্রশাসক। আমরা আনন্দিত। দীর্ঘদিন একাডেমির পরিচালক ছিলেন ‘দরিয়ানগরের’ এই কবি। মহাপরিচালক হয়ে এলেন। আমরা আশা করছি বাংলা একাডেমি আগের চেয়ে এবার আরো গতিশীল হবে। নাটোর নিউজ পরিবারের পক্ষ থেকে শুভকামনা ও শ্রদ্ধা তাঁর জন্য।
মুহম্মদ নুরুল হুদা [৩০ সেপ্টেম্বর ১৯৪৯ -]:
সত্তর দশকের প্রথিতযশা কবি। তিনি জাতিসত্তার কবি হিসেবেও পরিচিত। পাশাপাশি তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচকও। তার জন্ম কক্সবাজার জেলায়। প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি আলাওল সাহিত্য পুরস্কার [১৯৮৫]-সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।