শিকার
প্রমিত হুসেন
এক ঝাঁক বুলেট ছুটে যায়,
উড়ন্ত সাদা বকের দেহ ভেদ করে,
শিকারির চোখ খুঁজে নেয় অব্যর্থ নিশানা।
ফিনিক রক্ত সাদা দেহকে নিথর করে ফেলে,
আছড়ে পড়ে কোমল পানিতে,
খানিক ডানা ঝাপ্টে,
শেষবারের মতো দেখে নেয় মায়াহীন পৃথিবীকে।
অথচ,
এমন হবার কথা ছিল না,তার ইচ্ছে ছিল
দেশ পারি দেবার, পাহাড় পাড়ি দেবার,
অনন্ত সমুদ্র কে ডানার নিচে ঠাঁই দেবার বা
প্রেমিকাকে আরেকবার দেখে নেবার।
বকের নিথর দেহ শিকারীকে আত্মতৃপ্তি দেয়,
ঠোঁটের কোনে হাসি ফোটায়,
আরেকটি শিকার যে তার পাওনা ছিল।
সাদা বক বোঝেনি,
তার সাদা মনে থাকা,
দেশ পারি দেবার, পাহাড় পাড়ি দেবার,
অনন্ত সমুদ্র কে ডানার নিচে ঠাঁই দেবার বা
প্রেমিকাকে আরেকবার দেখে নেবার,
তার ইচ্ছের মূল্য, শিকারির কাছে নেই।