নলডাঙ্গা, নাটোর নিউজ:নাটোরে দেশীয় প্রজাতির মা ও পোনা মাছ সুরক্ষায় নলডাঙ্গা উপজেলার হালতিবিলে অভিযান চালিয়েছে মৎস বিভাগ। সোমবার (৫ জুলাই) দুপুরে হালতিবিলের মহিষমারী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নলডাঙ্গা উপজেলা মৎস বিভাগ।
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, অভিযানকালে ৮টি খরা জাল, বানা-১৫০-২০০মিটার, বাদাই জাল ১টি,ভাইর ৬টি জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৮টি খরা জালের হাপাতে উদ্ধারকৃত ৭০-৮০ কেজি রুই জাতীয় মাছের পোনা পুনরায় বিলে অবমুক্ত করা হয়। নলডাঙ্গা উপজেলার মৎস্য সম্পদের সুরক্ষায় উপজেলা মৎস্য বিভাগ সদা সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।