Homeগুরুত্বপূর্ণনাটোরের চাঞ্চল্যকর বাবু হত্যা মামলায় পৌর মেয়র সহ ৪৪ জনের বিরুদ্ধে চার্জশীট

নাটোরের চাঞ্চল্যকর বাবু হত্যা মামলায় পৌর মেয়র সহ ৪৪ জনের বিরুদ্ধে চার্জশীট

নাটোরের চাঞ্চল্যকর বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান বাবু হত্যা মামলায় বনপাড়া পৌর মেয়র সহ ৪৪ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল

স্টাফ রিপোর্টার, নাটোর : দীর্ঘ ১১ বছরের মাথায় এসে নাটোরের চাঞ্চল্যকর বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার চার্জশীট দাখিল করেছে সিআইডি। মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীটটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহম্মদ আব্দুল হাই সরকার। এতে বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা কে.এম জাকির হোসেন সহ ৪৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

২০১০ সালের ৮ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচী পালনের জন্য তৎকালীন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল­াহ নূর বাবুর নের্তৃত্বে বনপাড়া বাজারে মিছিল বের হলে হামলা চালায় সেখানকার আওয়ামী লীগ নেতা কর্মিরা। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান বাবুকে পিটিয়ে জখম করে হামলাকারীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হলে সেখানে মৃত্যু হয় বাবুর। এঘটনার ভিডিও চিত্র প্রকাশ হওয়ায় দেশব্যাপী তা আলোচিত হয়। এ ঘটনায় বাবুর স্ত্রী মহুয়া নূর কচি বাদি হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ সময় ৯ জন তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অবশেষে আজ চার্জশীট দাখিল করা হয়।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments