Homeস্বাস্থ্যআজ আন্তর্জাতিক নার্স দিবস, নাটোরে নানা আয়োজন

আজ আন্তর্জাতিক নার্স দিবস, নাটোরে নানা আয়োজন

আজ আন্তর্জাতিক নার্স দিবস
নাটোর নিউজ:করোনাকালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সারাবিশ্বের যে সব নার্স সেবা দিয়ে যাচ্ছেন তাদের নাটোর নিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছ।নাটোরেও নানা আয়োজনে এ দিনটি পালিত হয়েছে। করোনা কালীন সময়ে স্বপ্ল পরিসরে র‌্যলিী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বুধবার দুপুরে নাটোর সদর হাসপাতাল এলাকা থেকে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদকাষীন করে হাসপাতাল অডিটরিয়ামে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
১৯৬৫ সালের ১২ মার্চ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস প্রথমবার পালন করে আন্তর্জাতিক নার্স দিবস। তারপর থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে দিনটি।
: সেবিকাদের সম্মানে উৎসর্গ করা হয়েছে ১২ মে অর্থাৎ আজকের দিন। সমাজের প্রতি নার্সদের অবদান, যেভাবে তাঁরা অসুস্থদের শুশ্রূষা করেন, তা সকলের সামনে তুলে ধরতে এই দিনটি পালন করে বিশ্ব। জেনে নিন এই দিন সম্পর্কে কিছু তথ্য।
আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ জন্মদিন। তাই এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে। গোটা বিশ্বে স্বাস্থ্যক্ষেত্রে অন্যান্য পেশার থেকে নার্সের সংখ্যা বেশি। সরকার ও স্বশাসিত সংস্থাগুলি প্রতি বছর চেষ্টা করে নার্সিং পরিষেবার আরও বিকাশ ঘটাতে। আধুনিকতম স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগীদের চাহিদা সম্পর্কে ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন ইত্যাদি পড়ে তার মধ্যে। প্রতিটি দেশ নিজের নিজের মত করে পালন করে এই দিনটি। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এদিন যেমন মোমবাতি জ্বালানো হয়। আমেরিকায় একটি দিন নয়, নার্সদের উদ্দেশে নিবেদিত হয় একটা গোটা সপ্তাহ। অন্যান্য দেশে তাঁদের দেওয়া হয় সংবর্ধনা, হয় নানা অনুষ্ঠান।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments