Homeজেলাজুড়েসিংড়ার আত্রাই নদীতে খরা জাল স্থাপনের দাবিতে মৎসজীবিদের মানববন্ধন

সিংড়ার আত্রাই নদীতে খরা জাল স্থাপনের দাবিতে মৎসজীবিদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: নাটোরের সিংড়ায় আত্রাই নদী তীরবর্তী বিলদহর এলাকায় মানববন্ধন করেছে স্থানীয় মৎস্যজীবি পরিবার। বর্ষাকালে জীবন-জীবিকা নির্বাহ করার করার তাগিদে খরা জাল দিয়ে মাছ ধরার দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৎস্যজীবি আবু হানিফ, জসমত আলী প্রামানিক, আবু রায়হান, বাবলু হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আমরা প্রায় ২ শতাধিক মৎস্যজীবি পরিবার রয়েছি। ভোটার সংখ্যা প্রায় ১৪ শ। অথচ ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেয়া হলেও আমরা অবহেলিত। সরকারী সহায়তা, অনুদান নিতান্তই কম। বর্ষাকালে মাছ ধরা, বৃত্তি সহ মাছ ধরার উপকরণ তৈরি করে সংসার চালাই। করোনার কারনে একদিকে কর্মহীন অবস্থায় অপরদিকে খরা জাল দিয়ে মাছ ধরতে প্রভাবশালী মহল নিষেধ করায় আমরা খুব খারাপ অবস্থায় আছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments