বাগাতিপাড়ায় করোনায় আরেক জনের মৃত্যু; পৌর এলাকা লকডাউন!
আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদকঃ নাটোরের বাগাতিপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে এনামুল হক সেন্টু (৪৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে উপজেলায় দু’জন কোরোনা রোগীর মৃত্যু হলো।
মৃত এনামুল উপজেলার জামনগর ঘোষপাড়া গ্রামের মৃত সমছের আলীর ছেলে।
বুধবার (২৩ জুন) সকালে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরন করেন বলে নিশ্চিত করেন, জামনগর ইউপি চেয়ারম্যা আব্দুল কুদ্দুস।
প্রাথমিক ভাবে জানা যায়, গত ১৯ জুন জ্বর, সর্দি, কাশি নিয়ে উপজেলা হাসপাতালে করোনার পরিক্ষার নমুনা দিলে তার রেজাল্ট করেনা পজিটিভ আসে। তিনি নিজ বাড়িতেই কোয়ারান্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে গতকাল মঙ্গলবার (২২ জুন) মাহমুদা সুলতানা ইতি নামে এক প্রধান শিক্ষক প্রথম করোনা রোগী হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু বরণ করেন।
অপরাধ দিকে আজ বুধবার (২৩ জুন) থেকে বাগাতিপাড়া পৌরসভা এলাকায় শুরু হয়েছে কঠোর লকডাউন। আর এই লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।