Homeজেলাজুড়েনাটোরে নরসুন্দরের মৃত্যু, নতুন করোনা টিকা দেওয়া শুরু আজ

নাটোরে নরসুন্দরের মৃত্যু, নতুন করোনা টিকা দেওয়া শুরু আজ

নাটোরে নরসুন্দরের মৃত্যু, নতুন করোনা টিকা দেওয়া শুরু আজ

নাটোর নিউজ: নাটোরে করোনায় জয়দেব নামে এক নরসুন্দরের মৃত্যু হয়েছে। এদিকে আজ থেকে শুরু হচ্ছে নতুন টিকা প্রদান কার্যক্রম। তিন হাজার মানুষের জন্য টিকা নাটোর হাসপাতালে এসে পৌঁছায় গতকাল। এই টিকা শুধুমাত্র নাটোর সদর হাসপাতাল থেকে প্রয়োগ করা হবে।

আজকের দুপুর থেকে ইতিপূর্বে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ,মেডিকেলের ছাত্র , চিকিৎসার সাথে সম্পর্কযুক্ত, পুলিশ, মৃতদেহ সৎকারের সঙ্গে যারা যুক্ত, ব্যাংকার এবং প্রশাসনের লোকদেরকে যারা সব সময় জনগণকে সেবা দিচ্ছেন এমন ব্যক্তিদের বিশেষ বরাদ্দের এই টিকা প্রদান করা হবে। এই তথ্যটি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান।

নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মনজুর রহমান শক্রবার রাতে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জয়দেব চন্দ্র মারা যায় বলে নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। মৃত ব্যক্তি হলেন সদর উপজেলার বড় হরিশপুর এলাকার কানাই চন্দ্রের ছেলে জয়দেব চন্দ্র।

স্থানীয়রা জানান, নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার সাবেক কাউন্সিলর (বিএনপি) ফরহাদের বাড়ির পার্শে জয়দেব নামের  যে নরসুন্দরের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সে ছিল গ্রামের আর দশটা সাথারন মানুষের মতো।কারো কোন কথাই শুনতে না,মাস্ক ব্যবহার করত না এ কারণে সে ও তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসির অভিযোগ মৃত জয়দেবের বাড়ির প্রায় সবাই করোনায় আক্রান্ত। কিন্তু তারা বাড়িতে অবস্থান না করে প্রতি নিয়ত বাইরে ঘুরাঘুরি করছেন। প্রশাসনিক ভাবি বিষয়টা দেখার দাবি জানাচ্ছেন এলাকার সাধারণ জনগন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments