Homeজেলাজুড়েনাটোরে গৃহহীনদের জমি ও গৃহ প্রদান  উপলক্ষে জেলা প্রসাশকের সংবাদ সম্মেলন

নাটোরে গৃহহীনদের জমি ও গৃহ প্রদান  উপলক্ষে জেলা প্রসাশকের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার নাটোর নিউজ : নাটোরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আয়োজিত এই সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, দ্বিতীয় পর্যায়ে জেলায় বরাদ্দকৃত ১ হাজার ৩৮১ টি গৃহের জন্য ২৬ কোটি ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

এর মধ্যে সদর উপজেলায় ৬১টি,  সিংড়া উপজেলায়  ৬৮টি, গুরুদাসপুরে ১৩৫টি, বড়াইগ্রামে ১৬৬টি,  লালপুরে ৫০ টি, বাগাতিপাড়ায় ১২০ টি ও নলডাঙ্গা উপজেলায় ১০ টি ঘরের উপর বরাদ্দ প্রদান করা হয়েছে। স্থানীয় রাজনীতিবিদদের দিকনির্দেশনায় জেলায় বরাদ্দকৃত ১ হাজার ৩৮১ টি গৃহের নির্মাণ কাজ সমাপ্তির পথে। আগামী ২০ জুন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব গৃহ বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য প্রথম পর্যায়ে নাটোর জেলায় সাতটি উপজেলায় মোট ৫৫৮ টি গৃহের জন্য ৯ কোটি ৮৪ লক্ষ ১৮ হাজার টাকা বরাদ্দ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments