মৃত্যু, ছায়া দাও
জাহিদ জগৎ
মৃত্যু, ছায়া দাও
যেমন দিয়েছে মানুষ, সূর্যের পৃথিবী’কে
অবনত দুঃখের দিনে
বৃষ্টি, মেঘ আর জলপাই বনে
ফুটে আছে চোখ
তারফুলের দিকে একাগ্র চিল
কোনদিন পায় নি খুঁজে নিজের ছায়া
নিজের ভেতর আকাশ নদী
উড়তে উড়তে ফুরিয়ে গেছে
রাতের মতো,
মৃত্যু, ছায়া দাও
যেমন দিয়েছে চিল আকাশের বুনোপীঠে
আষাঢ়ের গাঢ়ো দিনে
জোনাকী, ব্যাঙ আর কচু বনে
ফুটে আছে জলের ফোঁটা
নৈঃশব্দের উচ্চস্বরে উন্মাদ ঝিঁঝিঁপোকা
শুনতে পায় নি সে নিগুম লহর
অন্ধকারে কাঁদছে যে রাত
ছায়ার মতো,
মৃত্যু, ছায়া দাও
যেমন দিয়েছে মায়ের উদর।