Homeজেলাজুড়েসিংড়ায় নির্বিচারে মা মাছ ও পোনা মাছ নিধন, প্রশাসনিক পদক্ষেপের দাবি

সিংড়ায় নির্বিচারে মা মাছ ও পোনা মাছ নিধন, প্রশাসনিক পদক্ষেপের দাবি

রাজু আহমেদ, সিংড়া, নাটোর নিউজ: নাটোরের সিংড়ায় নির্বিচারে পোনা ও মা মাছ নিধন করা হচ্ছে। এলাকার প্রভাবশালী ও কিছু অসাধু মৎস্য ব্যবসায়ীর যোগসাজশে খালবিল, নদ নদীতে এসব পোনা ও মা মাছ নিধন করা হচ্ছে। এভাবে দেশের সোনা অংকুরে শেষ হবে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২১, আসুন প্রকৃতিকে সংরক্ষণ করি, প্রজন্মকে সুরক্ষা করি।
সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শাহাদত হোসেন জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চলছে। উপজেলা মৎস্য অফিস থেকে নাগর নদসহ বিভিন্ন নদী ও খালে পোনা ও মা মাছ রক্ষায় সৌতি ও খরাজাল উচ্ছেদ অভিযান পরিচালনা চলছে। পানির চলাচল স্বাভাবিক ও পোনা এবং মা মাছ রক্ষার অভিযান অব্যহত থাকবে। তবে এর জন্য সচেতন নাগরিকদের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ছবিঃ তাজপুর ইউনিয়নের রাখালগাছা ব্রীজের নিচে থেকে তোলা।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments