আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া, নাটোর নিউজ: নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা মহাবিদ্যালয়ে ৮৫ লাখ টাকা ব্যায়ে একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ সুলতান উল ইসলাম টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাকিফা খাতুন, পাঁকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নয়েজ মাহমুদ এবং বাগাতিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহামুদ প্রমুখ। কাজটি বাস্তবায়ন করবেন নাটোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।