নাটোর নিউজ: নাটোরের লালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে আতাউর নামে এক বখাটে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। আর জরিমানার টাকা ভুক্তভোগী গৃহবধূকে দেয়ার নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
আদালত সূত্র জানায়, অভিযুক্ত আতাউর লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হবার পর থেকেই অভিযুক্ত আতাউর পলাতক রয়েছে।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আনিছুর রহমান জানান, ধর্ষণ শিকার ভুক্তভোগী গৃহবধূ ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির পাশে আখক্ষেতে যান। এ সময় আগে থেকে আখক্ষেতে লুকিয়ে থাকা বখাটে যুবক আতাউর ওই গৃহবধূকে গলায় হাঁসুয়া ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে ঐবছর ৪ অক্টোবর আতাউরকে অভিযুক্ত করে লালপুর থানায় মামলা করেন।
পুলিশ তদন্ত শেষ ৩০ নভেম্বর আতাউরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় প্রদান করেন।