লেখক – ইঞ্জিনিয়ার সালমান আহমেদ সিজার
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন,
একেক জনের একেক রকম গল্প।
কেউ ডাক্তার,কেউ ইঞ্জিনিয়ার, কেউবা উকিল,
জীবনে কিছু ভুল আছে সেখানে চলেনা কোন আপিল।
নেই শান্তি কারো,
শুধু চাইদা চাই আরো।
সবাই ভাবে নিজের চিন্তা,
কেউ খায় মাংস ভাত,কেউবা খায় পান্তা।
কেউ থাকে এসি রুমে
আবার কেউবা থাকে টিনের ঘরে।
হতে চাই কেউ বিলগেটস,কেউবা শাহরুখ খান।
নিজেকে বিলি দেয় দেহ তার,ভাবেনা সম্মান।
স্বপ্ন দেখতে চাই সবাই,যেন তারা সবাই রাজা হয়,
কিন্তু বাস্তবে দুনিয়ায় কেউ বা মুচি,মেথয় কয়।