লেখক- সালমান আহমেদ সিজার
দিনের পর দিন চলছে,
রাতের পর রাত,
তবুও মিলছে না চাকুরী,
সিভি করছি একের পর এক।
নামে ইঞ্জিনিয়ার আমি,
কিন্তু কোটাতে বলছে আমি প্রতিবন্ধী।
ডেকেছিল আইসিটি অধিদপ্তর চাকুরী মেলা,
চাকুরী তো দুরের কথা হলো সবাইকে নিয়ে মজা আর খেলা।
মেলাটির নাম ছিল আইসিটি মেলা,
সেখানে শুধু অংশ পাবে প্রতিবন্ধীরা।
জানতাম কম্পিউটার, শিখতাম ২০০৮ থেকে,
এখন ২০২৩,ইঞ্জিনিয়ারিং এ পেয়েছি প্রথম বিভাগ ২০২২ এ।
কি দোষ ছিলা আমার, কি ছিল অপরাধ,
প্রতিবন্ধী বলে হয়েছি হাসিরপাত্র,
তাই ঘুরে বেড়াচ্ছি আটঘাট।
দিবেন চাকুরী একটা স্যার?
বলতে পারব সার্থক জীবন আমার।
করতে চায় জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার জয়,
প্রতিবন্ধীরাই একদিন করবে বিশ্ব জয়।