Homeজেলাজুড়েনাটোর সুগার মিলের ৪৩০জন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীর বকেয়া ৩৮কোটি টাকা: পাওনা টাকা আদায়ের...

নাটোর সুগার মিলের ৪৩০জন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীর বকেয়া ৩৮কোটি টাকা: পাওনা টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর নিউজ: নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ পাওনা টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা।
দুপুরে নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারীদের অফিস ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরা হয়। মিছিলটি সুগার মিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে তারা।

এসময় বক্তারা বলেন, নাটোর সুগার মিলে ৪৩০জন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীর ৩৮কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। চাকুরি জীবন শেষ করলেও আজ পর্যন্ত গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ টাকা পায়নি তারা। এতে করে শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। অবিলম্বে বকেয়া টাকা পরিশোধ করার জোর দাবী জানানো হয়।

সমাবেশে শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাকল্যাণ পরিষদ এর সভাপতি আলাউদ্দিন প্রামাণিক সাধারন সম্পাদক আবু রায়হান ভুলু সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ সমাবেশ শেষে নাটোর সুগার মিল কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করে তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments