Homeসাহিত্য"বাবা মানে বটবৃক্ষ"

“বাবা মানে বটবৃক্ষ”

~~প্রত্যয় সাহা।

ঝলমলে আলোর শহরের চেনা রাস্তায় পুরোনো স্মৃতি ,
সংবিধান সমুন্নত করে আজ হানা দেয় মনের দেওয়ালে।
তরঙ্গিত স্মৃতির আয়তন বাড়তে থাকে গোলকের ন্যায়।
উল্কাপিন্ডের মতো ব্যতিক্রমী রেখা শত আবেদনের পরিপূরক।

এই পৃথিবীর এক চেনা মুখ- বিজয়ী বাবা শব্দ।
পারাবার উড়ে যাওয়া পাখি হবার আজন্ম লালিত স্বপ্ন,
ছেলেটাকে বিচ্ছিন্ন দ্বীপে রুপ দেয়।
অবাধ্য যৌবন হারিয়ে যুবক বুঝতে শিখে সময়ের মূল্য।

সমুদ্রের ন্যায় গভীর শোক জমে মনের উঠোনে।
যুবক জানতে শিখে পৃথিবীর রহস্যময় সত্য।
যুবক মেনে নেয় সময়ের করুন বাস্তবতা।
গভীর শোকের মাতম বক্ষ ভাসে বিন্দু বিন্দু ঈর্ষায়।

তবুও উপসংহারে এসে স্বপ্ন আঁকে যুবক,
নতুন করে সচ্ছল যাপিত জীবন আরম্ভের।

যুবক তাঁর মেধা মননে পরিতৃপ্ত হয়ে ওঠে ।
বাবার স্বপ্ন নিজের করে ছিনিয়ে আনার জন্য।
যুবক পুনরায় ফিরে পায় পুরোনো উদ্দীপনা।
শুধু যুবক লালিত স্বপ্নের সাধ মিটিয়ে,
ঘরে ফিরতে সন্ধ্যা জমায় অনাগত বটগাছের সোপান তলে।

এভাবেই কত যে স্বপ্ন ছিনিয়ে আনে সময়ের ব্যবচ্ছেদে।
তবু বৃক্ষের ছায়াতলে সমবেত আশ্রয় জীবন জানে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments