প্রেইরি ডগ ও এক টুকরো প্রেম
ফাহাদ হোসেন ফাহিম
– কি দেখছো, আকাশ?
– না, এক টুকরো মেঘ; আকাশের আঁচলে।
সপ্রতিভ হাসি দিয়ে ও বলে,
– এই দেখো, দেখো সূর্য লুকিয়ে যাচ্ছে অস্তাচলে।
এক টুকরো সিরাস মেঘ হয়ে আমি মুখ লুকোই ওর কোলে।
মেঘলা দিনে নদীর পাড়ে সেদিন,
– এবার পা তোলো। আর ভেজাতে হবে না জলে।
– আর একটু প্লিজ, একটু, একটু!
– মোটেও না। তাহলে যাচ্ছি আমি চলে।
সেবার জ্বরে বেঁচে গিয়েছিলাম ও কাছে ছিল বলে।
জলপাই রঙের বিকেলে,
– এগুলো কি!
– লতাপাতা।
– শুনি, কি হয় এগুলো দিয়ে?
– ঘাসফুল হয়ে তোমার বুকে যাবো আজ মিলিয়ে।
এরপর থেকে ঘাসফুল চিনতে হয়নি কখনো ভুল।
ঘাসফুলের নরম ডগায় ও বিছিয়ে দিয়েছে চুল।
– ইচ্ছে জাগে প্রেইরি ডগ হতে!
– কুকুর! কিউট হলে সমস্যা নেই।
– বোকা মাইয়া। প্রেইরি ডগ হচ্ছে ইদুরের মেয়ে।
কারও সাথে দেখা হলে, হ্যালো জানায় চুমু খেয়ে।
– ইশ! কি শখ চুমু খাবার!
– ইদুর হবার নেই প্রয়োজন। তুমি শুধু আমার।
এখন-ও আমার আদরের বর, তীর্থ কর্মকার।
লেখকঃ কবি ও শিক্ষার্থী
পশুপালন অনুষদ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।