নাটোর নিউজ নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক,রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণোয়নের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নাটোর মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মাদ লুৎফর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমা খাতুন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দস শুকুর,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার প্রমুখ।