Homeউত্তরবঙ্গএবার রাজশাহীতে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের কার্যক্রম শুরু

এবার রাজশাহীতে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের কার্যক্রম শুরু

নাটোর নিউজ: উত্তরের জেলা রাজশাহীতে এবার বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ এর যাত্রা শুরু হলো। এখন থেকে পুরো উত্তরবঙ্গের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের মাধ্যমে পুঁজিবাজারের শেয়ার বেচাকেনা করতে পারবেন। ৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর বোয়ালিয়ার একটি কনভেনশন সেন্টারে ‘‘শাখা উদ্বোধন ও বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ এর অফিস উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ব্রোকারেজ হাউজটির উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, দেশের সকল মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেশকে সামগ্রিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ ফাইন্যান্স। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ ফাইন্যান্সের শাখাগুলোর মাধ্যমে সর্বসাধারণকে বিভিন্ন খাতে স্বল্পসুদে ঋণ দিয়ে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ক্যাপিটাল মার্কেটে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে যুগান্তকারী এক অভিনব প্রডাক্ট ‘ সিকিউর ইওর ফিউচার গ্রোথ-সিপ, শরীয়াহ ভিত্তিক ইসলামিক ফাইন্যান্সিং এবং নারী উদ্যোক্তাদের স্পল্প সুদে ঋণ’ দিয়ে তাদের সামগ্রীক জীবন-মান উন্নয়নে বাংলাদেশ ফাইন্যান্সের সরাসরি ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন কায়সার হামিদ। নতুন সব প্রোডাক্ট ও সেবার মাধ্যমে প্রয়োজনীয় শিক্ষা ও বিনিয়োগের মাধ্যমে একই সঙ্গে রাজশাহীকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, বিডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরুণ প্রসাদ পল, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম নাজমুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কাজী জাহীদ হোসেন, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের ব্রাঞ্চ ম্যানেজার মো. খাইরুল ইসলাম, গ্রুপ হেড অব জিএসডি মো. ইমরান হোসাইন, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের হেড অব বিজনেস মো. হাবীবুর রহমানসহ অন্যরা। উদ্বোধনের পর সাধারণ বিনিয়োগকারীদের প্রশিক্ষণ ও শিক্ষাদানে- ‘বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ সম্পর্কিত একটি আলোচনা সভা হয়। সেখানে কি নোট উপস্থাপন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments