শিরোনাম- শ্রীচৈতন্য
কলমে- শম্পা মজুমদার
কোলকাতা, পশ্চিমবঙ্গ।
প্রেমের প্রতীক শ্রীচৈতন্য প্রেমে পাগল যিনি।
প্রেম আমার তার চরণে কৃপা করেন তিনি।
শুদ্ধা ভক্তি দিয়ে ডাকো যদি তারে।
অশান্তি সব দূরে যাবে, শান্তি আসবে মনের ঘরে।
মনের মতো সাজাও তারে চোখটি বন্ধ করে।
আসন পাতো মনের মাঝে, কল্পনাকে ধরে।
ভাবো তোমার বুকের মাঝে আসন আছে পাতা।
সেই আসনে প্রভু তোমার বসে আছেন সদা।
পুষ্প মালা চন্দনে সাজাও তুমি যতনে।
মনের মাঝে উঠবে জ্বলে হাজার আলোর বাতি।
সে যে হবে ওই ওপরের পড়োলোকের সাথী।
এই ধারাতে আছি মোরা শুধুই প্রভুর কৃপায়।
জগৎ টাকে জড়িয়ে থাকি শুধুই যে মায়ায়।
সময় হলেই ছাড়তে হবে এই জগতের টান।
শেষ ঠিকানা হবে তোমার সেই সে ধরাধাম।