নাটোর
শ্বশুড় বাড়ির অত্যাচার ও বাবা মায়ের অসহযোগরিতার কারণে নাটোরে আত্মগোপনে থাকা আসমানি খাতুন নামে এক গৃহবধূকে ৪ বছর পর উদ্ধার করছে পিবিআই। সে নাটোর সদর উপজলোর দিঘাপতিয়া শিবদূর্গা গ্রামরে দুলাল হোসনেরে স্ত্রী।সকালে পবিআই উদ্ধারকৃত ওই নারীকে সাংবাদকিদরে সামনে হাজরি করে প্রসে ব্রফিং করনে।
পিবিআই পুলশি সুপার মোঃ শরফি উদ্দন জানান,২০১৯ এর ৩ ফেব্রুয়ারী আসমানরি বাবা আকবর আলী বাদী হয়ে আসমানীর স্বামীসহ ৫ জনকে আসামী করে নাটোর থানায় একটি গুমরে মামলা করনে।ওই মামলায় আসমানরি শ্বশুড়কে আটকও করে পুলশি। মামলাটি প্রায় ২ বছর পুলশিরে নকিট তদন্তাধীন থাকার পর বজ্ঞি আদালত স্ব-প্রণোদতি হয়ে মামলাটি অধকিতর তদন্তরে জন্য পবিআইকে প্রদান করনে।
পবিআই পুলশি সুপার আরো জানান,মামলার বাদী তার মেয়ে জীবতি নাই এমন ধারনা করে মামলা না চালানোর সিদ্ধান্ত নেয়।পবিআই প্রযুক্তির সহায়তায় জানতে পারনে,ভকিটমি আসমানী গাজীপুরে একটি গার্মিন্টেসে চাকরী করছেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।