নাটোর নিউজ বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে হেরোইনসহ জাকির হোসেন (৩৫) নামের একজনকে আটক করেছে র্যাব। গতকাল ২৯ মে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করলে তাকে ৩১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটককৃত জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীনগর এলাকার লোকমান হোসেনের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় চেকপোষ্ট স্থাপন করা হয়। এসময় ৩১০ গ্রাম হেরোইনসহ জাকির হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে এবং আরও স্বীকার করে যে পূর্বেও দেশের বিভিন্ন স্থানে হেরোইন ক্রয়-বিক্রয় করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদকব্যবসায়ী। উপরোক্ত ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় মদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।