শিরোনাম – শেষ অঙ্ক
কলমে – অনামিকা মিশ্র
কৃষ্ণ পুর রবীন্দ্রপল্লী, কোলকাতা
তারিখ:২৬-০৫-২২
বুকের রক্ত যেদিন শুকিয়ে যাবে, সূর্য হঠাৎ -ই হারিয়ে যাবে ।
হয়তো রাত জাগবে আকাশে,
পাতা ঝড়ে পড়বে গাছ থেকে
মেঘ দেখা দেবে আকাশে
কিন্তু বৃষ্টি হবে না,
আমার অন্তিম দিনে ফুটবে না ফুল
বাগান হবে ম্লান ।
আমার নিশ্চিত শেষ যাত্রায়
হয়তো কয়েক ফোঁটা অশ্রু আসবে তোমার চোখে,
মুছে ফেলনা তাদের,
তারাই তো নিয়ে যাবে আমায় শেষ যাত্রায় ।
আমি জ্বলন্ত চিতায় শেষ হওয়ার পূর্বে
একটি বার এসো আমার কাছে,
একটি বার স্পর্শ কোরো তোমার ঠোঁট দিয়ে আমার হিম শীতল কপালে ।
শেষ একবার কোলে তুলে নিও আমার মাথাটা,
স্পর্শ কোরো তোমার “আমি “-কে
আমি যদি থাকতাম, হয়তো আমার চোখের জল তোমাকে ভিজিয়ে দিত,
কিন্তু সে ভয় আর নেই ।
তুমি কিন্তু কেঁদো না,
আমার মাথায় একটু হাত বুলিয়ে দিও ।
আর একটা হাত রেখো আমার বুকের ওপরে,
আমি দেখবো, তোমার হাতের ছাপ থাকবে আমার দেহে ।
আমি চেষ্টা করবো হাসার,
চেষ্টা করবো ক্ষমা করে দেওয়ার,
কিন্তু আমার নিথর শরীর
কিছুই করতে পারবে না।
এইভাবেই হারিয়ে যাব চিরতরে,
আমার দেহটা থাকবে চিতায়, কিন্তু আত্মা থাকবে তোমার দ্বারে।