নাটোর নিউজ লালপুর: নাটোরের লালপুরে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআরআই এর সিনিয়র অফিসার ড.নাজিম উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা
আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি,উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বক্তারা বিজ্ঞান ও কৃষির উন্নয়নের উপর বিভিন্ন দিক তুলে ধরেন তাঁরা।