নাটোর নিউজ সিংড়া: নাটোরের সিংড়ায় পুকুর থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে স্থানীয়রা। আজ দুপুরে উপজেলা রামানন্দ খাজুরা ইউনিয়নে একটি সরকারি পুকুর পুনঃখনন কাজের সময় মূর্তিটি উঠে আসে।
রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, আমার নির্বাচনী এলাকার বোলতা গ্রামে সরকারি বরেন্দ্র প্রকল্পের একটি পুকুর সংস্কার কাজ চলছিল। এ সময় এস্কেবেটরে একটি ভারী মূর্তি উঠে আসে। তিন ফুট উচ্চতা ও দুই ফুট দৈর্ঘ্যের এই মূর্তিটির ওজন প্রায় ৫০ কেজি। এটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেছে।