নাটোর নিউজ: নাটোরে সাব রেজিস্ট্রি অফিসে নানা উপায়ে জনগনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে হানা দিয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার।দুপুরে শহরের কান্দিভিটা এলাকার সাব রেজিস্ট্রি অফিসে জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা দলিল লেখক সমিতির কার্যালয়ে হানা দেন।
এ সময় তারা দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন।সেবাগ্রহীতার অতিরিক্ত ফি গ্রহণ সহ নানা ধরণের অপ্রকাশিত চার্জ গ্রহণের অভিযোগ আনলেও দলিল লেখকরা কোন ধরনের হিসাব বা প্রমানাদি উপস্থাপন করতে ব্যর্থ হয়।পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আগামীতে কোন ধরনের অতিরিক্ত ফি প্রদান করা হলে ও সেবাগ্রহীতাদের হয়রানি করা হলে শক্ত হাতে তা প্রতিহত করার ঘোষনা দেন। এ সব অনিয়মের সাথে সরকারী কর্মকর্তারা জড়িত থাকলেও তা সংশ্লিষ্ট দপ্তরে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে জানান তারা।
এদিকে দলিল লেখক সমিতির রেজিস্ট্রার ব্যবস্থাপনার জন্য ৭দিনের সময় বেধে দেন তারা।নাটোর সাবরেজিস্ট্রি অফিসে প্রতি বছর প্রায় ১২ হাজার দলিল সম্পন্ন হয়।