নাটোর নিউজ: আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাটোরেও পালিত হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল চ্যানেল ২৪ এর প্রতিষ্ঠা বার্ষিকী।
দশে আমরা দেশের তরে এই শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা আয়োজনে অংশ গ্রহণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সকালে শহরের কানাইখালীতে ইউনাইটেড প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি ও নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সহ সভাপতি হালিম খান, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ ও ইসাহাক আলীসহ অন্যরা।
অনুষ্ঠানের অতিথিরা , চ্যানেলটির উত্তোরোত্তর সাফল্য কামনা করে , সত্য ও বস্তুনিষ্ঠতার লড়াইয়ে আরো ইেগয়ে যাবার প্রত্যাশা করেন।
পরে কেক কাটার মধ্যদিয়ে আনন্দ ঘন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সমাপ্ত হয়।