নাটোর নিউজ সিংড়া: নাটোরের সিংড়ায় ১০ নং চৌগ্রাম ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। ২৪ মে মঙ্গলবার সকাল ১১ টায় পরিষদ ভবনের হলরুমে উন্মুক্ত বাজেট পেশ করেন, সচিব শামীম হোসেন।
চৌগ্রাম ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল ইসলাম ভোলা এর সভাপতিত্বে সভায় দুই কোটি ৪০ লক্ষ ২৩ হাজার ৪৬৯ টাকার বাজেট ঘোষনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন আরিফ, প্রচার সম্পাদক ফজলে রাব্বি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শুভ সরকার, ইউপি সদস্য জাবেদ আলী, ইউপি সদস্য শারমিন আক্তার (রিভা) প্রমূখ।