নাটোর নিউজ: নাটোর জেলায় ২০ মে থেকে গোপাল ভোগ জাতের মধ্যদিয়ে আম ও ২৫ মে থেকে বোম্বাই জাতের লিচু গাছ থেকে নামানোর দিন নির্ধারণ করেছে জেলা প্রশাসন।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক শামীম আহমেদ। জেলায় গোপাল ভোগ জাতের আম গাছ থেকে নামানো শুরু হবে ২০ মে । আর সর্বশেষ গাছ থেকে গৌরমতি জাতের আম নামানো শুরু হবে ১৫ আগস্ট। এছাড়া রাণী পছন্দ ও লক্ষণ ভোগ ২৫ মে, খিরসাপাত ৩০মে, ল্যাংড়া ০৫জুন, মোহন ভোগ ১৫ জুন, ফজলি, হাড়িভাঙ্গা এবং আম্রপলি ২০জুন, মল্লিকা ৩০ জুন, বারি-৪ ১০ জুলাই ও আশ্বিনা ১৫ জুলাই। চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আর আম উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৮০হাজার মেট্রিক টন।
অপরদিকে বোম্বাই জাতের লিচু নামানো শুরু হবে ২৫ মে থেকে। এর আগে প্রায় ১০ দিন আগে থেকে মোজাফফর জাতের লিচু আহরণ করছেন বাাগানীরা। চলতি বছর নাটোর জেলায় ৯২৪ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আর উৎপাদর হবে ৭ হাজার ৮০০ মেট্রিক টন লিচু।