আমার ঠাকুর
লিপি চৌধুরী
তুমিই আমার প্রথম পুজো প্রথম প্রেমই তুমি
প্রাণের ঠাকুর প্রথম আলোয় তোমার চরণ চুমি।
শিশু রবির খেলার সাথী প্রশ্ন দিয়েছি ছুঁড়ে
রাত্রি বেলা দুপুর যদি রাত কেনো না দুপুরে?
মন্ত্র তখন বদলে গেলো কৈশরে ছুঁয়ে পা
পদাবলীতে মন রেখেছি তোমার করুণা।
তুমি তখন তরুণ কবি আমি কাদম্বরী
সাজিয়ে বাসর মনের ঘরে ভীষন লুকোচুরি।
দিনযাপনে রানু ভানুর মিলন দুর্নিবার
চিরসবুজ অমোঘ টানে প্রেম যে অনিবার।
বৈশাখের এই আগুন দিনই জন্ম শুভক্ষণ
ঝিরিঝিরি বৃষ্টি ধরায় মৃত্যু মানেই শ্রাবণ।