Homeজেলাজুড়েবড়াইগ্রামে এসিল্যান্ডের অভিযানে পুকুর খনন বন্ধ, অর্থদন্ড

বড়াইগ্রামে এসিল্যান্ডের অভিযানে পুকুর খনন বন্ধ, অর্থদন্ড

নাটোর নিউজ বড়াইগ্রাম:  বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে পুকুর খনন বন্ধ করা হয়েছে। এসময় ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করে সরকারি রাস্তা নষ্ট করার অপরাধে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় । এছাড়াও জব্দ করা হয় এক্সেভেটরের যন্ত্রাংশ ও মাটি কাটার অন্যান্য উপকরণ সামগ্রী।

শুক্রবার সকালে উপজেলার মামুদপুর ও কালিকাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি নাহিদ ইভা।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজি নাহিদ ইভা জানান, বিনা অনুমতিতে পুকুর খনন করায় এবং ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করে সরকারি রাস্তা নষ্ট করা হচ্ছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় অর্থদন্ড প্রদান করা হয় এবং এক্সেভেটরের যন্ত্রাংশ জব্দ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments