নাটোর নিউজ: নাটোরে নকল ব্রান্ডের সেমাই তৈরী ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরীর অপরাধে ৩,২৫,০০০ (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা জরিমানা করেছেন ভোক্তা – অধিকার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ২৪ এপ্রিল(রবিবার) নাটোর জেলার সদর উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১২টা থেকেj পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় সদর উপজেলার হুগোলবাড়িয়া এলাকায় অবস্থিত মামুন বেকারীকে অবৈধ প্রক্রিয়ায় সেমাই তৈরীর অপরাধে ৪৩ ধারা মোতাবেক ২০,০০০ টাকা, স্টেশন বাজার এলাকায় অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারা মোতাবেক ৫০,০০০টাকা, উত্তর বড়গাছা এলাকায় অবস্থিত বগুড়া বেকারীকে ৫,০০০ টাকা, নীচাবাজার এলাকায় অবস্থিত নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০,০০০ টাকা এবং কেশবপুর এলাকায় অবস্থিত নবাবী ফুড এন্ড এগ্রোকে নকল সেমাই তৈরি করার অপরাধে ৫০ ধারা মোতাবেক ২,০০,০০০ টাকাসহ ০৫ টি প্রতিষ্ঠানে সর্বমোট ৩,২৫,০০০ (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।এর পাশাপাশি সচেতনতার জন্য ব্যবসায়ীদের লিফলেট বিতরণ করা হয়।
এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে নাটোর জেলার র্যাব-০৫ এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
এসময় তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কঠোর হাতে দমন করা হবে।