Homeজেলাজুড়েসিংড়ায় কাল বৈশাখী ঝড়ে ধানের ক্ষতি

সিংড়ায় কাল বৈশাখী ঝড়ে ধানের ক্ষতি

নাটোর নিউজ সিংড়া: কালবৈশাখী ঝড়ে নাটোরের সিংড়ায় প্রায় ১৮ হাজার হেক্টর জমির উঠতি বোরো ধান গাছ ন্যুইয়ে পড়েছে। বুধবার ভোর রাতের দিকে প্রবল বেগে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ইটালি, ডাহিয়া, চৌগ্রাম সহ উপজেলাা প্রায় ১২টি ইউনিয়নে রোপণকৃত ৫০ ভাগ জমির ধান ন্যুইয়ে পড়ে। এতে করে ফলন কম সহ ক্ষতির আশংকা করছেন কৃষকরা। এছাড়া ধানকাটা শ্রমিক সংকটের কারনে বিপাকে পড়েছেন তারা। ন্যুইয়ে পড়া ধান কাটতে বেশী মজুরি চাচ্ছেন শ্রমিকরা।

 

উপজেলা কৃষি সম্প্রসারন অফিস সুত্রে জানাযায়, চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় চলতি বোরো মৌসুমে ৩৬ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। অধিকাংশ জমির ধান কর্তন উপযোগী হওয়ায় ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে। তবে বুধবার ভোর রাতে উপজেলার কাল বৈশাখি ঝড়ে কর্তন উপযোগী মিনিকেটসহ উঠতি বোরো ধান ন্যুইয়ে পড়েছে।

 

ইটালী ইউনিয়নের মানিকদিঘী গ্রামের কৃষক মতিউর রহমান জানান,তিনি এবার ২২ বিঘা জমিতে বোরো আবাদ করেন। কিন্তু কালবৈশাখী ঝড়ে সব ধান ন্যুইয়ে পড়েছে। সুকাস ইউনিয়নের মৌগ্রামের জামাল উদ্দিনের ১০ বিঘা জমির সব ঝড়ে ন্যুইয়ে পড়েছে। কদিন পর ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রামের হেলাল উদ্দিন বলেন, তিনি ৬০ বিঘা জমিতে মিনিকেট ধান লাগিয়েছিলেন। কিন্তু কাল বৈশাখী ঝড়ে সব হেলে পড়েছে।

 

সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সেলিম রেজা জানান, উপজেলায় আবাদকৃত বোরো ধানের প্রায় ৪৫ থেকে ৫০ ভাগ জমির কর্তন উপযোগী মিনিকেট ও বোরো ধান ঝড়ে ন্যুইয়ে পড়েছে। পুনরায় ঝড়বৃষ্টি না হলে তেমন ক্ষতি হবেনা। এসব ন্যুইয়ে পড়া ধান দ্রুততম সময়ের মধ্যে কেটে নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এসব ধান কাটতে বেশী শ্রমিকের প্রয়োজন হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments