নাটোর নিউজ বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ জন গুরুতর আহত হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।পরে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে পৈত্রিকসুত্রে প্রাপ্ত ৫ শতাংশ জমি ভোগদখল করে আসছিল সাত্তার মন্ডল (৫০)।কিন্তু হঠাৎ করে সেই জমির মালিকানা দাবি করে একই গ্রামের আকুল মন্ডল (৫০) ও এবাদুল(৪০)।
শুক্রবার দুপুরে আকুল ও এবাদুল লোকজন নিয়ে ওই জমি দখল নিতে গেলে শুরু হয় কথা কাটাকাটি।উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সাত্তার মন্ডল ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায় আকুল ও এবাদুলের লোকজন।এ সময় সাত্তার মন্ডল,আমজাদ মন্ডল ও কোরবান মোল্লা (৫০) গুরুতর আহত হয়। এদের মধ্যে সাত্তার মন্ডল এবং আমজাদ মন্ডলের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।