Homeজেলাজুড়েসিংড়ায় রাস্তার কাজে অনিয়ম

সিংড়ায় রাস্তার কাজে অনিয়ম

নাটোর নিউজ সিংড়া: নাটোরের সিংড়া উপজেলার ৪নং কলম ইউনিয়নের কলম রিক্সা স্ট্যান্ড হতে জগতপুর মোড় পর্যন্ত রাস্তার কাজে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। জানা যায়, কলম জগতপুর থেকে কলম বাজার রিক্সা স্ট্যান্ড পর্যন্ত ১১ মিটার কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ। কাজের মূল্য ধরা হয়েছে ৪৫ লক্ষ টাকা।

বুধবার সরেজমিনে ঐ এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। তিন নাম্বার ইট বিছিয়ে দেয়া হচ্ছে। সেখানে উপ সহকারী প্রকৌশলী আব্দুল জব্বার এর সাথে কথা বললে তিনি বলেন তিন ট্রাক নিম্নমানের ইট আসছিলো। সেগুলো খারাপ, তাছাড়া ভালো ইট ব্যবহার করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রমিজুল ইসলাম জানান, কাজটি নিম্নমানের হওয়ায় আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু জানান, আমার ইউনিয়নে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। বিষয়টি জানার পরেই আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি। সে ভালো কাজের আশ্বস্ত করেছে।

উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, এ বিষয়ে অভিযোগ শোনার পরেই ঠিকাদারকে সতর্ক করে দেয়া হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments