Homeজেলাজুড়েবড়াইগ্রামে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বড়াইগ্রামে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নতুন নিউজ বড়াইগ্রাম: ‘গুজব হুজুগ সন্ত্রাস নয়, উন্নয়ন হোক দেশময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে গুজব, হুজুগ ও ধর্মান্ধতার বিরুদ্ধে জাগরণ সৃষ্টিতে আমাদের করণীয় শীর্ষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় মোল্লা কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা হেযবুত তাওহীদের সভাপতি মোঃ আনিসুর রহমান সাকিবের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির ডাঃ মাহবুব আলম মাহফুজ, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক ও দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী এবং আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী ডাঃ সুলতানা রাজিয়া

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে গুজব,হুজুগ আমাদের সমাজে বিরূপ প্রভাব ফেলছে। এর ফলে মানুষ, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ব্যাহত হচ্ছে। বিগত দিনে আমরা বারবার গুজব রটিয়ে হামলা, হত্যা, অগ্নিসন্ত্রাসের তান্ডবলীলা দেখেছি। কোরআন অবমাননা, রসুলকে অসম্মান করা ইত্যাদি নানা প্রকার গুজব ফেবসুকে ছড়িয়ে দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের শত শত বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব প্রতিরোধে এখনই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের মধ্যে সুস্থ চিন্তাধারার প্রতিফলন ঘটাতে হবে। যাতে ধর্মব্যবসায়ী যেসব শ্রেণি গুজব ছড়ায়, তারা তাদের প্রভাবিত করতে না পারে।

এসময় বক্তারা আরো বলেন, বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের দেশও এসব বিষয়ে ঝুঁকিমুক্ত নয়। তাই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ,গুজব,হুজুগ ও সাম্প্রদায়িকতা নিরসনে সকলকে কাজ করতে হবে।যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে তওহীদের উপর মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছে মানবতার কল্যানে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments