নাটোর নিউজ লালপুর: নাটোরের লালপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার নবিনগর ও শিবনগর এলাকার সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আজাবুল হোসেন ডিলু সহ এলাকাবাসী আশরাফ হোসেন টুনা, গোলাম মোস্তফা বকুল, শুকুর মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, লালপুর, নবীনগর, শিবনগর, উত্তর লালপুর, কলেজ মোড় সহ উপজেলার বিভিন্ন জায়গায় ফসলি জমিতে অনুমোদনহীন পুকুর খননের মহোৎসব চলছে। এতে আমাদের এলাকার অনেক বড় ক্ষতি সাধন হচ্ছে। অবৈধ পুকুর খনন অচিরেই বন্ধ না হলে আমরা আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা ভূমি অফিসে গেলে সেখানে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার
বলেন আপনারা এখন শান্ত হয়ে চলে যান আমার মিটিং শেষ করে আমি নিজে সেখানে গিয়ে বিষয়টি দেখবো।