Homeজেলাজুড়েবাউয়েটের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের বাগাতিপাড়া উপজেলা ভূমি ও সাব-রেজিস্ট্রার অফিস...

বাউয়েটের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের বাগাতিপাড়া উপজেলা ভূমি ও সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শন

নাটোর নিউজ বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের মঙ্গলবার দিনব্যাপী শিক্ষা সফরের অংশ হিসেবে বাগাতিপাড়া উপজেলা ভূমি ও সাব-রেজিস্ট্রারের অফিস পরিদর্শন করে। আইন ও বিচার বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম এর তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে উক্ত শিক্ষাসফরের মাধ্যমে শিক্ষার্থীরা সরেজমিনে ভূমি অফিসের বিভিন্ন বিভাগ ও সেকশনের খুঁটিনাটি বিষয় জানার এবং দেখার সুযোগ পেয়েছে।

 

এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা ভূমি অফিসের প্রশাসনিক সার্ভেয়ার সেকশনে খতিয়ান, এলাকার নকশা, নাজির সেকশনের নামজারির নিয়মাবলী, কানুনগো সেকশনের মোবাইল কোর্ট, নামজারির ক্ষেত্রে সমস্যাসমূহ সরেজমিনে পরিদর্শন করে।

 

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ শিক্ষার্থীদেরকে খুঁটিনাটি বিভিন্ন দিক বাস্তবে তুলে ধরেন ও শিক্ষার্থীদেরকে পরামর্শ প্রদান করেন যা তাদের তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞানার্জনে সহায়ক হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments