Homeজেলাজুড়েঝিঁনুকের ভেতর আল্লাহর নাম,এক নজর দেখতে উৎসুক মানুষের ভীড়!

ঝিঁনুকের ভেতর আল্লাহর নাম,এক নজর দেখতে উৎসুক মানুষের ভীড়!

নাটোর নিউজ নলডাঙ্গা: ঝিঁনুকের ভেতর আল্লাহর নাম লেখা দেখতে পেয়ে নাটোরের নলডাঙ্গায় সাধারন মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে ছিল উপচেপড়া মানুষের ভীড়।

রবিবার(১৩ মার্চ)সকালে ঝিঁনুকটির সন্ধান মেলে উপজেলার মাধনগর ইউনিয়নের ভট্টপাড়ার মোঃ আজাদুল শেখের বাড়িতে। আজাদুল শেখের স্ত্রী মোছাঃ আঙ্গুর বিবি জানান,মাঠে থেকে ঘাস আনার সময়,রাস্থায় ঝিঁনুকটি পেয়ে বাড়িতে এনে পাতিল পরিস্কারের কাজ করার সময়,ইয়া-আল্লাহ লেখাটি দেখতে পাই। এ দেখে তিনি আশ্চর্য হয়ে যান এবং বাড়ির সবাইকে ডেকে দেখান। এ ঘটনায় কিছু সময়ের জন্য সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন। ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথে ঝিঁনুকটি দেখতে বাড়তে থাকে উৎসুক মানুষের ভীড়।

আজাদুল শেখ জানান,খবরটি ছড়িয়ে পড়ায় আশপাশসহ এলাকার বিভিন্ন বয়সের মানুষ এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছেন। ঝিঁনুকে ইয়া-আল্লাহ লেখা দেখে অনেকেই”সুব্হানাল্লাহ”বলে জিকির করতে থাকেন। অলৌকিক এ ঝিঁনুকটি সংরক্ষন করা হবে বলে বাড়ির মালিক জানান।

নলডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক বলেন, মহান আল্লাহ সর্ব অবস্থায় বিরাজমান। তিনি যে শক্তিধর এটার তার প্রমান অনেক সময় আমরা দেখি, গাছের ছালে, পাথরের গায়ে, মাছের গায়ে, গোসতের টুকরায়, এই রকমভাবে আল্লাহ নজির দেখিয়েছেন। মানুষকে বুঝাতে চেয়েছেন, আল্লাহ সর্ব অবস্থায় বিরাজমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments