নাটোর নিউজ: নাটোরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করার দুই ঘন্টা পর সবুজ আহমেদ (২১) নামে মাদকাসক্ত যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে । কেউ বলছেন অতিরিক্ত ও বিষাক্ত মদ পানের কারনে তার মৃত্যু হয়েছে। নিকটাত্মীয়দের দাবী নাটোর রিহ্যাব সেন্টারে ভর্তির পর চিকিৎসার নামে নির্যাতনের কারনে তার মৃত্যু হয়েছে। তবে রিহ্যাব সেন্টার কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, গতরাত ৯টার দিকে সবুজ আহমেদ মাদকাসক্ত অবস্থায় সবুজকে শহরের হরিশপুর এলাকায় নাটোর রিহ্যাব সেন্টার নামে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। অতিরিক্ত বা বিষাক্ত মাদকদ্রব্য সেবনের ফলে বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। তবে নির্যাতন বা অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে কিনা দু’টি বিষয়কে প্রাধান্য দিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ওসি।